Logo
Logo
×

বাংলার মুখ

পাবনায় ঈদ উপহার আ’লীগের উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পুর

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা দুর্যোগে পাবনার ৫ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু। করোনা দুর্যোগের সময় তিনি পাবনার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এসব অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। এক সপ্তাহে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রধানদের হাতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সহায়তায় ৫ হাজার পরিবারের অন্তত ২০ হাজার মানুষ উপকৃত হবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তার এসব উপহার ভালোবাসার প্রতীক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম