পাবনায় ঈদ উপহার আ’লীগের উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পুর
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনা দুর্যোগে পাবনার ৫ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু। করোনা দুর্যোগের সময় তিনি পাবনার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এসব অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। এক সপ্তাহে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রধানদের হাতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সহায়তায় ৫ হাজার পরিবারের অন্তত ২০ হাজার মানুষ উপকৃত হবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তার এসব উপহার ভালোবাসার প্রতীক।
