Logo
Logo
×

বাংলার মুখ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিয়া চরভদ্রাসন ও গৌরীপুরে লক্ষাধিক টাকা জরিমানা

Icon

নড়াইল, চরভদ্রাসন ও গৌরীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নড়াইলের কালিয়ায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে কালিয়া ও কলাবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজিবুল আলম পৃথকভাবে ১১ জনকে ২১ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানাপ্রাপ্তরা হলেন- উপজেলার নওয়াগ্রামের ডাবলু মোল্যা, সিতারামপুর গ্রামের রুবেল মোল্যা, কলাবাড়িয়া গ্রামের সাহিদুল ইসলাম মৃধা, সবুর মল্লিক, জমির মোল্যা, পরাণ শেখ, আশিক সরদার, তৈয়েবুর রহমান শেখ, এনায়েত সিকদার, ওহিদুজ্জামান সিকদার ও আলমগীর সিকদার।

এদিকে ফরিদপুরের চরভদ্রাসনে গোপালপুর ঘাটের আশপাশের পদ্মা পারে স্পিডবোট ও ট্রলারযোগে যাত্রী পারাপারের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অপরদিকে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মূল্যতালিকা না থাকায় ১৮ ব্যবসায়ীকে ৬১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম