মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা অস্ত্রধারী আটক
যুগান্তর রিপোর্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৯ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশিলমন্দি এলাকায় সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় অস্ত্রবাজ খোকনকে আটক করেছে পুলিশ। তাকে ভোরে দেওভোগের একটি বাড়ি থেকে আটক করা হয়। এ সময় কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
খাসকান্দির পূর্বশিলমন্দি গ্রামে ভ্যানগাড়িতে কচু রেখে বিক্রি এবং সেই কচু চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিচার-সালিশ হয়। বিচার-সালিশে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতা নুর হোসেন ভূঁইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নুর হোসেন ভূঁইয়া এবং তার ছেলে খোকন, ফিরোজ, হারুনসহ একদল অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধসহ আহত হয় ১০ জন। এ সময় হামলাকারীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলায় অংশগ্রহণ করে। এ ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার দিকে স্থানীয়দের মোবাইলে ধারণ করা নুর হোসেন ভূঁইয়ার তিন ছেলে অস্ত্রসহ মহড়া দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতেই সদর থানায় একটি মামলা রুজু হয়।
এরপর ভোরে পুলিশ অভিযান চালিয়ে নুর হোসেন ভূঁইয়ার ছেলে অস্ত্রধারী খোকনকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা এবং অস্ত্র প্রদর্শন হয়েছে। তারা একই দলের লোক। মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেসময় হামলাকারীদের পাওয়া যায়নি। খোকন নামে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্ত্রধারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।
