মান্দায় রঘুনাথ জিউ মন্দিরে রাম নবমী উৎসবে ভক্তের ঢল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মান্দা উপজেলার ঠাকুর মান্দা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী, পুর্ণ্যার্থীদের ঢল নেমেছে। রামের জন্মোৎসবকে ঘিরে প্রায় ৩শ’ বছরের প্রাচীন ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান এটি। নারী-পুরুষ ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দিরের চারপাশ। রাম নবমী উপলক্ষে চৈত্র মাসে রামের জন্ম তৃতীয়া শুক্লা তিথিতে রোববার মন্দিরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয় এ পুজা-অর্চনা। ৯ দিনব্যাপী শুরু হওয়া এ মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। মান্দা উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক ঠাকুর মান্দা। আত্রাই নদীর অন্যতম শাখা শীব নদী ও বিল মান্দার পশ্চিম তীরে জনপদটির অবস্থান। জনপদটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের ৫ কিলোমিটার পশ্চিমে এবং জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
