Logo
Logo
×

বাংলার মুখ

ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাট ক্রেতাশূন্য

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাট ক্রেতাশূন্য। ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে। হাট উন্নয়নে সরকারি তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাব, অধিক মূল্যে ইজারা এবং সর্বোপরি করোনার প্রভাব ও বন্যার কারণে দেশের দ্বিতীয় বৃহত্তর এই গরুর হাট ঐতিহ্য হারাচ্ছে। জানা গেছে, সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই দু’দিন হাট বসে। তবে ঈদুল আজহা বা কোরবানির ঈদের এক মাস আগে থেকে প্রতিদিনই গরু কেনাবেচা হয়। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঈদুল আজহার আগে ১৯, ২৩, ২৬ ও ৩০ জুলাই এ চারদিন হাটবার। অথচ হাটে তুলনামূলকভাবে কম গরু থাকলেও ক্রেতা না থাকায় জমে ওঠেনি গরুর হাট। প্রতিবছর এ সময়ে হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটত। প্রতিদিন গরু ভর্তি শতশত ট্রাক গরু ক্রেতা-বিক্রেতারা দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যেত। করোনাভাইরাসের প্রভাব ও বন্যার কারণে দেশের দ্বিতীয় বৃহত্তর এ গরুর হাটের ঐতিহ্য আজ ম্রিয়মান। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতির ‘অনলাইন মার্কেট প্লেস’। এদিকে, গোবিন্দাসী হাটে ক্রেতা-বিক্রেতা কম হওয়া ও মহামারী করোনার প্রভাবের কারণে টাঙ্গাইলে অনলাইন গরুর হাটের দিকে ঝুঁকছে স্থানীয় খামারিরা। অনেক খামারি ঋণ নিয়ে খামার পরিচালনা করেছেন। হাটের দূরাবস্থার কারণে তারা ‘অনলাইনে’ গরু বিক্রির ব্যবস্থা নিয়েছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম ইত্যাদিতে অ্যাকাউন্ট করে ‘পেজ’ খুলে গরু, ছাগল ও ভেড়ার ছবি পোস্ট করছেন। ছবিতে দাম, প্রাণীর ধরন, ওজন, রং ইত্যাদির উল্লেখ করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম