ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সাইকেল বিতরণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও উপবৃত্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। শনিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ২০টি সাইকেল, ৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ টাকা উপবৃত্তি এবং ৬ জন মুক্তিযোদ্ধার মাঝে দেড় লাখ টাকা অনুদান প্রদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, মজিবর রহমান, জিন্নত আলী বিশ্বাস, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডুয়াট নাফাক, ইউপি চেয়ারম্যান ফজলুল হক, শামসুল হক, এরশাদুল হক, মনোয়ার হোসেন রিপন, মেহেদী হাসান রনি প্রমুখ।
