ভোলা ও চরফ্যাশনে গরুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
ভোলা ও চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় গরুরহাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। তিনদিন বিভিন্ন হাটে গিয়ে এমনটা দেখা গেছে। জেলায় স্বাস্থ্যবিধি মেনে ৯৩টি গরুর হাট বসার জন্য প্রশাসনিকভাবে অনুমতি দেয়া হয়। শনিবার অনুমোদিত কয়েকটি হাট ঘুরে দেখা যায় বেশিরভাগ মানুষের মুখে কোনো মাস্ক ছিল না। বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় সদর উপজেলার ইলিশাহাট গেলে দুই শতাধিক গরু কেনা ও দেখার জন্য ভিড় জমে কয়েক হাজার মানুষের। কারও মুখে মাস্ক দেখা যায়নি। কারও কারও কাছে থাকলেও তা ছিল পকেটে। প্রশাসনের কাউকে দেখলে, তখন পকেট থেকে বের করার কথাও বলে কেউ কেউ। হাটে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনদেরও দেখা যায়নি।
এদিকে চরফ্যাশন উপজেলায় প্রায় ৫০টি বাজারে বসছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে প্রতিটি গবাদি পশুর হাট। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। সরেজমিন গিয়ে দেখা যায়, চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা, দুলারহাট, কেরামতগঞ্জ, ভূঁইয়ারহাট উল্লেখযোগ্য এসব পশুর হাটে দুপুর থেকে রাত পর্যন্ত কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে শত শত লোক গাদাগাদি করে কেনাকাটা করছে। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক।
