গৃহবধূ ও বৃদ্ধ হত্যাকাণ্ড
লোহাগড়ায় স্বামী চান্দিনায় প্রধান আসামি গ্রেফতার
লোহাগড়া (নড়াইল) ও চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের লোহাগড়ার চরআড়িয়ারা গ্রামে মনিরা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী হাবিব মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, চর আড়িয়ারা গ্রামের হাবিব মৃধার প্রায় আট বছর আগে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের দাউদ সরদারের মেয়ে মনিরা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান না হওয়ায় হাবিব দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামীর সঙ্গে মনিরার প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এ ঘটনার জের ধরে গত রোববার তিনি তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন।
এদিকে কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনার জের ধরে আবদুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলাশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওসি মো. আবুল ফয়সল জানান, দুই পরিবারের চলাচলের পথে বেড়া দেয়া নিয়ে গত ১২ ফেব্রুয়ারি বেলাশহর গ্রামে সংঘর্ষের ঘটনায় আবদুল মান্নান নিহত হন।
