সোনাগাজীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সোনাগাজীতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলার প্রধান আসামি ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাঈদ আনোয়ারকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। র্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সমানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পুলিশ ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাঈদ আনোয়ারকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং তার সঙ্গে থাকা একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় র্যাবের নায়েব সুবেদার নূরুল ইসলাম বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সাইদ আনোয়ারের বিরুদ্ধে দুটি হত্যা, ডাকাতি, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।
