|
ফলো করুন |
|
|---|---|
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় বাথরুমের ভেতরে জিআই তারে বিদ্যুৎস্পৃষ্টে রাশিদা বেগম নামে নারী গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সিডস্টোর টেংরাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। রাশিদা গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী। তিনি জামিরদিয়া এলাকার সুলতানা সোয়েটারের শ্রমিক।
ঘোড়াশাল পৌরসভার বাজেট ঘোষণা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নতুন কোনো করারোপ ছাড়াই পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ৬০ কোটি ৪ লাখ ২৯ হাজার ২৮২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬০ কোটি ৪ লাখ ২৯ হাজার ২৮২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার ৮৭৭ টাকা। সোমবার হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত এক সভায় এ বাজেট পেশ করেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। বাজেট ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
হাজীগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে ধড্ডা উত্তরপাড়া বেপারিবাড়ির সিরাজুল ইসলাম আত্মহত্যা করে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু।
পাইকগাছায় পুলিশের ব্লক রেইড, গ্রেফতার ১৬
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ঈদুল আজহাকে সামনে রেখে পৌরসভায় গণউপদ্রব ঠেকাতে থানা পুলিশ বিভিন্ন স্থানে ব্লক রেডে ১৬ জনকে গ্রেফতার করেছে। রোববার সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) হুমায়ুন কবির ও ওসি এজাজ শফীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটকরা হলেন আজমাঈন আবরার জীম, বিশ্বজিৎ শীল, হৃদয় শীল, বাপ্পি দাশ, রবিউল ইসলাম, মাসুদ রানা, কালাম গাজী, রাজিবুল ইসলাম রাজু, সাজু, সাইফুল গাজী, ইমন গাজী, সোহেল মোল্লা, সোহরাব মোড়ল, মানিক সরদার, রায়হান পারভেজ ও সুব্রত ঢালী।
সরিষাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে লাবণ্য বেগম (২৫) নামে গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তজুমদ্দিনে কৃষিপ্রযুক্তি মেলা
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি উৎসব ও কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার টেলিকনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ইউএনও আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হরলাল মধু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন।
চরফ্যাশনে বাল্যবিয়ে বন্ধ
চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি
চরফ্যাশন উপজেলা দুলারহাট থানাধীন আবদুল্লাহপুর এলাকায় বাল্যবিয়ের অপরাধে হাফেজ মো. ইউসুফ নামে এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, রোববার রাত সাড়ে ৯টায় আলী হোসেনের ছেলে ইউসুফ নিজ বাড়িতে বিয়ের আয়োজন করেন।
নেত্রকোনায় প্রণোদনার দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
ছাঁটাই বন্ধ এবং ঈদ বোনাস ও প্রণোদনার দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নেত্রকোনা শাখার উদ্যোগে সোমবার মানববন্ধন হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য তোফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক প্রমুখ।
চট্টগ্রামে নকল মাস্ক পিপিই জব্দ
চট্টগ্রাম ব্যুরো
নগরীতে বিপুল পরিমাণ অনুমোদনহীন নকল মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। জেলা প্রশাসন সূত্র জানায়, গোলাম রসুল মার্কেটের নিচ তলায় ১০টি স্টোরে অভিযান চালানো হয়। ৯টি স্টোরেই অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, নকল মাস্ক ও নকল পিপিই পাওয়া যায়।
