Logo
Logo
×

বাংলার মুখ

কলমাকান্দায় শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কলমাকান্দায় আনন্দপুর আলিম মাদ্রাসার এবতেদায়ি শিক্ষক সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিশেষ অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার ওই মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মো. দুলাল মিয়া শিক্ষক মো. সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরের সরকারি বিশেষ অনুদান হিসেবে উপজেলার আনন্দপুর আলিম মাদ্রাসার ছয়জন শিক্ষার্থীর নামে ২৯ হাজার টাকা বরাদ্দ হয়। আর ওই টাকা রোববার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রত্যেক শিক্ষার্থীর নামে চেক ইস্যু করা হয়। কিন্তু ওই চেকগুলো শিক্ষার্থীদের কাছ থেকে মাদ্রাসার এবতেদায়ী শিক্ষক মো. সালাউদ্দিন আহমেদ জোরপূর্বক নিয়ে টাকা উত্তোলন করেন। পরে প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে দিয়ে বাকি টাকা ওই শিক্ষক আত্মসাৎ করেন। এ বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন পূর্বে একজন লোক এসে কয়েকজন শিক্ষার্থীকে বলে সরকারি বিশেষ অনুদান চেয়ে আবেদন করার জন্য। পরে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তার সঙ্গে যোগাযোগ করে আবেদন করে। টাকা কম দেয়ার বিষয়টি আমার জানা নেই। ইউএনও সোহেল রানা বলেন, আনন্দপুর আলিম মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিন আহমেদের নামে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রতিবেদনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম