ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি ১৩ জেলে উদ্ধার
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার পাথরঘাটা মৎস্যবন্দর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বাইসদার বয়া নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৩ মাঝিমাল্লা নিয়ে ইলিশ মাছ বোঝাই এফবি মালেকা-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, রোববার বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ ট্রলার ঝড়ের কবলে পড়ে। প্রবল বাতাস আর তুফানে ট্রলার উল্টে ডুবে যায়। ঘটনার প্রায় ৭-৮ ঘণ্টা পরে রাত এগারোটার দিকে ওই এলাকা থেকে পাথরঘাটা মৎস্যঘাটে ফেরার পথে আল্লাহর দান ট্রলারের মাঝি সেন্টু খান তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হল শাহিন ঘরামী, কবির, রুহুল, শহিদ, সোহেল, সালাম, নিজাম, লালচান, কামাল, শামিম, নুরু, হাছান ও জাফর। এদের সবাই বাড়ি বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সখিনা ও মরা নিদ্রা গ্রামে।
