Logo
Logo
×

বাংলার মুখ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি

কটিয়াদীতে একজন গ্রেফতার

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তিকারী শামসুল আলম ওরফে হোয়াইট আলমকে (৬৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর এলাকার ওই মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে। জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বাগরাইট মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ হোয়াইট আলমকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে পুলিশ ৫০ পিস ইয়াবাও উদ্ধার করে। শামসুল আলম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম, হজরত মোহাম্মদ (সা.), পবিত্র কোরআন শরিফ ও নবীর স্ত্রীগণকে নিয়ে কটূক্তি করে আসছিল। তিনি বৃহস্পতিবার ভারতের বাবরী মসজিদের স্থানে রামমন্দির নির্মাণ নিয়ে মুসলমানদেরকে অত্যাচারী, লম্পট, বলে ফেসবুকে স্ট্যাটাস দিলে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম