তালতলী ছাত্রদলের সাত নেতাকর্মীর পদত্যাগ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার তালতলী উপজেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়কসহ ৭ জন ব্যক্তিগত সমস্যা তুলে ধরে দলীয় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার তারা সাংবাদিক সম্মেলন করে এ পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন। এ সময় তারা নিপীড়িত ও ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কালো টাকায় মাদক ও হত্যা মামলার আসামিদের এ কমিটিতে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলন করে কমিটি থেকে যারা পদত্যাগ করলেন তারা হল- উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসন, যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া, সদস্য শামীম বেপারি, সজিব খান ও কাওছার আলম। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ রেজা ও শাহজালাল জুয়েল পদত্যাগের ঘোষণা দেন।
