Logo
Logo
×

বাংলার মুখ

গোয়ালন্দে লিজ দেয়া জমির কলাগাছ কর্তনের অভিযোগ

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গোয়ালন্দে লিজ দেয়া জমির অন্তত ১২শ’ কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে দুই জমি মালিকদের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে কলাচাষী মো. শরিফুল ইসলাম শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেছেন। শরিফুল ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জমি মালিক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মনি সরদারের পাড়ার মৃত ফটিক শেখের ছেলে গোপাল শেখ ও চর দৌলতদিয়া আদু বেপারিপাড়ার তেছের শেখের ছেলে হায়দার শেখ। তাদের দাবি, লিজ দেয়া জমির চুক্তির মেয়াদ ৩ বছর আগেই শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম জানান, তিনি গোয়ালন্দ উপজেলার চর কর্ণেশন এলাকায় ৫ বছর আগে বিভিন্ন জমি মালিকদের কাছ থেকে বাৎসরিক জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানের পরিমাণ প্রায় ৪০ বিঘা। এর মধ্যে গোপাল শেখ ও হায়দার শেখদের পারিবারিক জমি রয়েছে ৮ বিঘা। চুক্তি অনুযায়ী, বিঘাপ্রতি তাদের বছরে ৪ হাজার টাকা করে দেই। চলতি আশ্বিন মাস পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে।

এ অবস্থায় তাকে কিছু না জানিয়ে গোপাল শেখ, হায়দার শেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জন বুধবার সন্ধ্যায় প্রায় ৩ বিঘা জমির অন্তত ১২শ’ কলাগাছ কেটে ফেলে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত গোপাল শেখ বলেন, ৩ বছর আগে জমির চুক্তির হয়ে গেছে। এরপর থেকে শরিফুলকে জমি ছেড়ে দিতে বলছি। কিন্তু না ছেড়ে উল্টো ভয়ভীতি দেখায়। এবারের বন্যায় বাগানের প্রায় সব কলাগাছ মরে গেছে। অল্প কিছু আধমরা গাছ ছিল, তা কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য আ. গফুর বলেন, ওই জমির লিজ নিয়ে মীমাংসা করতে কলাচাষী শরিফুলকে বারবার ডাকা হলেও সে সালিশে হাজির হয় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম