Logo
Logo
×

বাংলার মুখ

আজমিরীগঞ্জ চুনারুঘাট সেনবাগে অগ্নিকাণ্ড

Icon

হবিগঞ্জ, চুনারুঘাট ও সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বাজারের ব্যবসায়ী বিষ্ণুপদ দাসের মালিকাধীন একটি জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ওই বাজারের ৩৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, পাহাড়পুর বাজার একটি দুর্গম হাওর এলাকায় অবস্থিত।

এছাড়া আজমিরীগঞ্জ উপজেলাতেও কোনো ফায়ার স্টেশন না থাকায় খবর দেয়া হয় নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসকে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকায় দীর্ঘ চার ঘণ্টায়ও কোনো ফায়ার স্টেশন থেকেই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। কোনো উপায় না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের মহিলা সদস্য ও চা শ্রমিক নেত্রী বিজলা কানুর আমু চা বাগানের বাড়িতে শনিবার ভোররাতে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনে ঘরে থাকা একটি মোটরসাইকেল, গরু-ছাগল, ধান-চাল, আসবাবপত্রসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে বিজলা কানু জানিয়েছেন।

অপরদিকে নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কাদরা ইউপির মগুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়রা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম