প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন আ’লীগ নেতা
সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সোনাইমুড়িতে প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন। শুক্রবার রাতে র্যাব-১১ এর কর্মকর্তারা উপজেলার দেওটি ইউপির নান্দিয়াপাড়া ছেরাজল হক কেরানির বাড়িতে গিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও একটি গ্রেনেড উদ্ধার করেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিনসহ ২ জনকে আটক করেছে র্যাব। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা কৃষক লীগের সভাপতি কবির হোসেনের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কবির হোসেনের বসতঘরের পাশে একটি শটগান ও ছাদের ওপর ফুলের টবের মধ্যে একটি গ্রেনেড রেখে আসে। এর কিছুক্ষণ পর হাফিজ ও তার ভাতিজা বেলাল হোসেন কবিরের বাড়িতে অস্ত্র আছে বলে র্যাবকে মুঠোফোনে জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে তথ্য মোতাবেক ঘরের পাশে পরিত্যক্ত স্থান থেকে একটি শটগান ও পরে বিল্ডিংয়ের ছাদ থেকে পুলিশ একটি গ্রেনেড উদ্ধার করে। র্যাব বসতঘর খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে কবির হোসেনকে জিজ্ঞাসাবাদে বুঝতে পারে এটি একটি সাজানো ষড়যন্ত্র। এরপরই র্যাব মুঠোফোনে সংবাদদাতা হাফিজ উদ্দিন ও তার ভাতিজা বেলালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় সংশ্লিষ্টতা স্বীকার করে। সোনাইমুড়ি থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এ বিষয়ে র্যাব বাদী হয়ে ঘটনায় জড়িত হাফিজ উদ্দিন ও তার ভাতিজা বেলাল হোসেনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা ও পুলিশ বাদী হয়ে একই আইনে আরও একটি মামলা দায়ের করেন।
