Logo
Logo
×

বাংলার মুখ

পায়রাবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে জমি অধিগ্রহণের ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে স্থানীয় ভুক্তভোগী শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে। জমি অধিগ্রহণের ফলে ওই ইউনিয়নের চান্দুপাড়া ও চরচান্দুপাড়া গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘরসহ অন্যান্য অবকাঠামো অপসারণের তালিকা প্রস্তুত করা হয়েছে। পটুয়াখালী জেলা এলএ শাখা এবং কলাপাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাফর হাওলাদার, মো. মহসীন দালাল, শাহিন তালুকদার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম