Logo
Logo
×

বাংলার মুখ

শ্রীমঙ্গলে ৫০ লাখ টাকা আত্মসাৎ ছাত্রলীগ নেতার

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদের বিরুদ্ধে বাবার বাসা বিক্রির ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তার ছোট ভাই সাবেক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন তানভীর। মঙ্গলবার শ্রীমঙ্গল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। তানভীর জানান, রাহিদ তাদের পরিবারের সাত ভাইয়ের মাঝে সবার বড়। পরিবারের বড় সন্তান হিসেবে রাহিদ বাবার সব অর্থ ও সম্পদের দেখাশোনা করতেন। শহরের বাসা বিক্রির এক কোটি ৫০ লাখ টাকার মধ্যে ৫০ লাখ টাকা আত্মসাৎ করে রাহিদ ঘরছাড়া রয়েছেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই তানভীর ভুয়া, মিথ্যা, বানোয়াট অভিযোগ করেছে। বরং সে পৌর প্রেস ক্লাব খুলে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম