Logo
Logo
×

বাংলার মুখ

টাঙ্গাইলে প্রতারকের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল সদর উপজেলার উত্তর কাতুলী গ্রামের বিদেশফেরত ব্যবসায়ী মেহেদী হাসান সাড়ে পাঁচ কোটি টাকা হারিয়ে প্রতারকের হুমকিতে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গাজীপুরে ব্যবসা করার সুবাদে আনোয়ারুল হক নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। আনোয়ারুল হকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া পূর্ব ছিটুয়াপাড়া গ্রামে। তিনি বর্তমানে ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ১ নম্বর বাসায় বসবাস করছেন। আনোয়ারুল হক যৌথভাবে পার্টসের পাইকারি ব্যবসার কথা বলে মেহেদী হাসানের কাছ থেকে দুই কোটি ৫০ লাখ টাকা নগদ এবং গাজীপুরের জয়দেবপুর থানার আড়াইশো প্রসাদ মৌজার ৮৯ শতাংশ পৈতৃক জায়গা রেজিস্ট্রি করে নেন। ওই জমির মূল্য তিন কোটি টাকা। তিনি জানান, হাতিয়ে নেয়া টাকা পরিশোধে আনোয়ারুল হক তাকে ব্র্যাক বাংকের তিনটি চেক দেন। কিন্তু চেক তিনটি ডিজঅনার হয়। পরে তিনি গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে চেক ডিজঅনার মামলা ও গাজীপুরের গাছা থানায় প্রতারণার অভিযোগে অপর একটি মামলা করেন। মামলা করায় আনোয়ারুল হক ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখান। একপর্যায় আনোয়ারুল হককে পুলিশ জেলহাজতে পাঠায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম