টাঙ্গাইল ও বাগেরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
টাঙ্গাইল ও বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট টাঙ্গাইল জেলা শাখা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মীর মসিউল করিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল করিম, মো. ইব্রাহিম খলিল, মহিলাবিষয়ক সম্পাদক আলেয়া রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোনজুরুল ইসলাম প্রমুখ।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতারা। মঙ্গলবার ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শিক্ষক দুলালী রানী, আকমল হোসেনসহ শিক্ষক নেতারা। পরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
