Logo
Logo
×

বাংলার মুখ

চুয়াডাঙ্গায় অর্থের বিনিময়ে কমিটি

ছাত্রদল নেতাদের গণপদত্যাগের হুমকি

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশিকুল হকের অভিযোগ, আর্থিক সুবিধার বিনিময়ে চুয়াডাঙ্গার পাঁচটি ইউনিট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনদিনের মধ্যে সদ্য ঘোষিত ইউনিট কমিটিগুলো বাতিল, ছাত্রদল নেতা মোমিন ও তৌফিককে অবাঞ্ছিত ঘোষণা এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানকে স্বপদে বহালের আলটিমেটাম দেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান মালিক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল, রাকিব রায়হান ও হাসানুজ্জামান, সদস্য আরিফুল ইসলাম, মো. তুহিন, খালেকুর রহমান, চুয়াডাঙ্গা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, সদস্য রনি আহম্মেদ, মেহেদী হাসান সাজু, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন ও আবদুল আজিজ এবং সদস্য সোহাগ আলীসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম