নিয়ামতপুর বাগাতিপাড়া গৌরীপুরে শীতবস্ত্র বিতরণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর নিয়ামতপুর, ময়মনসিংহের গৌরীপুর ও নাটোরের বাগাতিবাড়ায় শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়। যুগান্তর প্রতিনিধিরা জানান-
নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কম্বল গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রসুলপুর ইউনিয়নের দামপুরা তোহশীল অফিস প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউএনও জয়া মারীয়া পেরেরা ও সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক। সভায় ভিডিওকলে প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নীলুফা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) : আলগী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার দুই শতাধিক পরিবার কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়াত মনির উদ্দিন সরকার বাড়ির প্রয়াত মুরুব্বিদের রূহের মাগফেরাত কামনায় প্রয়াত আওয়ামী লীগ নেতা ভিপি আইন উদ্দিনের দুই ছেলে অডিট কর্মকর্তা তরিকুল ইসলাম সোহাগ ও ব্যাংক কর্মকর্তা আতিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ হয়।
বাগাতিপাড়া (নাটোর) : সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের পক্ষে জামনগর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা তাঁতিলীগের সভাপতি শামসুজ্জামান মহন এ সময় উপস্থিত ছিলেন জামনগর ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, ইউনিয়ন তাঁতিলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
