Logo
Logo
×

বাংলার মুখ

বরিশালে ভাঙ্গারির দু’চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ

আটক-২

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বরিশাল নগরীর হাটখোলা হকার্স মার্কেট এলাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীর দুই চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নগর সংলগ্ন মোহাম্মদপুর চরের মোবারক হোসেনের ৩ ছেলে ৪ ডিসেম্বর প্রকাশ্যে সোহাগ খান নামে ভাঙ্গারি ব্যবসায়ীর দুই চোখ খুঁচিয়ে নষ্ট করে দেয় বলে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় সোহাগের বড় ভাই মাসুম খান বাদী হয়ে হামলাকারী ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল মামলা করেন। হামলাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, মামলার পর এ ঘটনায় সাইফুল ও আল আমিন নামে দুই সহোদর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম