বরিশালে ভাঙ্গারির দু’চোখ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ
আটক-২
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বরিশাল নগরীর হাটখোলা হকার্স মার্কেট এলাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীর দুই চোখ নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নগর সংলগ্ন মোহাম্মদপুর চরের মোবারক হোসেনের ৩ ছেলে ৪ ডিসেম্বর প্রকাশ্যে সোহাগ খান নামে ভাঙ্গারি ব্যবসায়ীর দুই চোখ খুঁচিয়ে নষ্ট করে দেয় বলে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় সোহাগের বড় ভাই মাসুম খান বাদী হয়ে হামলাকারী ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল মামলা করেন। হামলাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, মামলার পর এ ঘটনায় সাইফুল ও আল আমিন নামে দুই সহোদর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।
