বেসরকারি মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র
বাবুগঞ্জে চাকরি দেয়ার নামে প্রতারক টাকা নিয়ে উধাও
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে চাকরি দেয়ার কথা বলে লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র নামক বেসরকারি সংস্থার একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এ্যানি আক্তার, একই এলাকার মাইনুর ইসলাম, সুমি আক্তার ও সাইফুল হক, তানভীর হাওলাদার জানায়, কয়েকদিন আগে একটি অনলাইন চাকরির খবর নামক পত্রিকায় মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের অধীনে বরিশালসহ দেশের বিভিন্ন জেলার প্রত্যেক উপজেলা পর্যায় ৭টি পদের জন্য লোক নিয়োগ করা হবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ইউনিয়ন সুপারভাইজার’ পদের জন্য পরিচালক প্রশাসন, মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র (গভ. রেজি. নং সি ২০২১৩৪১) বাড়ি নং-৫১২, রোড নং-২, মোহাম্মদপুর ঢাকা-১২০৭ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ ই-মেইলের মাধ্যমে বিভিন্ন পদে ২০ জন প্রার্থী আবেদন করেন। আবেদনের পর ২৮ নভেম্বর মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র অফিসের ০১৮৪২০৭৪৭৭৬ নম্বর থেকে এক মহিলা আবেদনকারীদের কাছে ফোন করে জানায়, আপনাদের নিয়োগ চূড়ান্ত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৫ ডিসেন্বর ১৫ দিন আপনাদের প্রশিক্ষণ দেয়া হবে। ওই প্রশিক্ষণের জন্য ৭৫০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রশিক্ষণ শেষে জমাকৃত ৭৫০ টাকাসহ সর্বমোট ৪০০০ টাকা ভাতা দেয়া হবে। পরে তাদের কথামতো ২০ জন প্রার্থী রেজিস্ট্রেশন বাবদ ৭৫০ টাকা করে মোট ১৫০০০ হাজার টাকা হাতিয়ে নেয় ০১৭৭৫৮৮৬৬৩২ মোবাইল নম্বরের বিকাশে। বিকাশে টাকা পাঠানোর পর মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত নিয়োগপত্রসহ ৭৫০ টাকা প্রাপ্তির রশিদ রাজধানীর কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বরিশাল শাখা অফিসে পাঠানো হয়। আবেদনকারীরা নিয়োগপত্র হাতে পেয়েছে কি না তা নিশ্চিত করে ৩ ডিসেম্বর ০১৪০২৭৪২৭১১, ০১৮৪২০৭৪৭৫৬, ০১৮৪২০৭৪৭৭৬, ০১৮২৫৪৬৯৫৮৩ ও ০১৮৮৮০০৯৬৮৯ নম্বর থেকে ফোন করে প্রার্থীদের জানায় ফেরতযোগ্য জামানত বাবদ ১১,৫০০ টাকা ও আবেদনকারীদের পছন্দ অনুযায়ী ব্যাংক হিসাব খোলার জন্য যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ফি বাবদ ৫৫০ টাকা করে মোট ১১,০০০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন বাবদ ১৫,০০০ হাজার মোট ২৬ হাজার ৫শ’ টাকা ২০ জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। ৪ ডিসেম্বর বিকালে প্রশিক্ষণের স্থান রাতে জানিয়ে দেয়ার কথা থাকলেও আবেদনকারীরা তাদের সব ফোন নম্বর বন্ধ পায়। পরবর্তীতে ৬ ডিসেম্বর ০১৮৪২০৭৪৭৭৬ নম্বরে আবেদনকারীরা ফোন দিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করে প্রতারক চক্রটির এক মহিলা সদস্য, যা অডিও ধারণ করে রেখেছে আবেদনকারীরা। প্রতারক চক্রের প্রতারণায় ক্ষতিগ্রস্তরা শুক্রবার সকালে বাবুগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের কাছে বিষয়টি জানানোর পর ০১৮৪২০৭৪৭৭৬ মোবাইল নম্বরে ফোন করলে অফিসের ঠিকানা জানতে চাইলে, সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেয়। এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, একই প্রতারকের খপ্পরে মাধবপাশা ইউনিয়নের আরও ২ মহিলা আবেদন করলে তাদের চাকরি নিশ্চিত বলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
