গোলাপগঞ্জ ও সরিষাবাড়ী মুক্ত হয় আজ
গোলাপগঞ্জ (সিলেট) ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ ১২ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিন মুক্তিযোদ্ধারা সুতারকান্দি-বিয়ানীবাজার হয়ে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই উপজেলার ভাদেশ্বরের নালিউরি গ্রামে এসে অবস্থান নেন। নালিউরি গ্রাম থেকে মাত্র দেড় মাইল উত্তরে ঢাকাদক্ষিণ বাজারে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ঘাঁটি ছিল। এ দিন বিকালে মুক্তিবাহিনীর সদস্যরা রেকি করতে পরিকল্পনা মতো বেরিয়ে পড়েন। পরে ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধারা ওইদিন থানা সদরে স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা উত্তোলন করেন। উপজেলা পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় প্রশাসন কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আজ জামালপুরের সরিষাবাড়ী হানাদার মুক্ত করা হয়। ১৯৭১ সালে এদিনে যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার আনিছ, রশিদ, নোদা, নাজিম, ফজলু, দারোগ আলী, সুজাত আলী, লুৎফর, হক ও বিএলএফ তাদের লোকজন নিয়ে জগন্নাথগঞ্জ ঘাট এলাকা পাকহানাদার বাহিনীর ঘাঁটি ঘেরাও করেন। এ সময় ১৭৩ জন পাকহানাদার বাহিনী একযোগে তাদের কাছে আত্মসমর্পণ করে। পরে স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড দিবসটি পালন উপলক্ষে আজ দিনভর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
