মানবাধিকার শান্তি পদক পেলেন সোনাগাজীর মামুন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানবাধিকার বিষয়ে বর্ষসেরা রিপোর্টার হিসেবে যুগান্তরের সোনাগাজী উপজেলা প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন মানবাধিকার শান্তি পদক লাভ করেছেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত জাতীয় সেমিনার ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই পদক প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে ও ইউকে সি কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি ছিলেন মেজর (অব.) ইয়াদ আলী ফকির, লেখিকা হাসিনা আক্তার ও কায়কোবাদ।
আরও বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, আলমগীর চৌধুরী, সাংবাদিক মানিক লাল ঘোষ, জয়ই বুলবুল, শাহারুল ইসলাম, সঙ্গীত শিল্পী লায়লা বারী, আমিনুল ইসলাম আহাদ ও সারোয়ার জাহান শ্রাবন প্রমুখ।
