কালিয়ায় আগুনে পুড়ে অঙ্গার শিশু, টিভি দেখায় ব্যস্ত মা
রামুতে ৪ দোকান ভস্মীভূত
নড়াইল ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলের কালিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে শ্রাবন্তি (৫) নামে এক শিশু মারা গেছে। সে খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। জানা যায়, শ্রাবন্তী বৃহস্পতিবার সকালে তার মায়ের সঙ্গে উপজেলার রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাতে তাকে ঘুম পাড়িয়ে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভি দেখছিলেন। রাত ১০টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে শাহিনুর বেগমসহ বাড়ির লোকজন টিভির আসর থেকে বেরিয়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় মিশানের ঘরটি পুড়ে হয়ে যায়। আর সেখানে ঘুমিয়ে থাকা শ্রাবন্তিও জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
এদিকে কক্সবাজারের রামুর চৌমুহনী স্টেশনে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-কাইছার কামাল শিমুলের পার্টসের দোকান, শিপন বড়ুয়ার পার্টস ও প্লাস্টিক সামগ্রীর দোকান, সমরের মুরগি ও রতন শর্মার লন্ড্রি দোকান।
