রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্র হাসপাতালে
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুনিয়র-সিনিয়র সম্বোধন করায় কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজছাত্র ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তার মাথা ও চোখ গুরুতর জখম করে দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকায়। এ ঘটনায় শুক্রবার রায়পুর থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন আহত ছাত্রের পিতা।
গুরুতর জখম আল মাজেদ সিয়াম (১৭) দেনায়েতপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেনের ছেলে ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য পৌরসভার পূর্বলাছ গ্রামের লিটনের ছেলে রিয়াজ, আবদুস সাত্তারের ছেলে ফাহাদ, মাহফুজুর রহমানের ছেলে তারেক, মৃত মনির হোসেনের ছেলে রিজন ও ফারুক হোসেনের
ছেলে পারুভেজ। এদের সবার বয়স ১৭-১৯ বছর।
এ ঘটনায় অভিযুক্ত রিয়াজসহ তার দলের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তাদের অভিভাবকরা ঘটনাটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে বলে দাবি করেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় আহত কলেজছাত্র সিয়ামের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। কিশোর গ্যাং রোধ করার জন্য পুলিশ তৎপর রয়েছেন।
