Logo
Logo
×

বাংলার মুখ

যুগান্তর স্বজন সমাবেশের বিজয় দিবস উদযাপন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যুগান্তর স্বজন সমাবেশের বিজয় দিবস উদযাপন

ফাইল ছবি

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে যুগান্তর স্বজন সমাবেশ। দিবসটি উপলক্ষে বুধবার বিভিন্ন স্থানে সংগঠনটির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে পতাকা মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে।

গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবদুল গফুর, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক পলাশ মাজহার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, সার্ডের ম্যানেজার আবদুল বাছেদ, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের পরিবেশবিষয়ক সম্পাদক মো. ইয়াহিয়া, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি আল আমিন, কবি অনামিকা সরকার, মুন্নী আক্তার, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে পূরবী থিয়েটার, ভোর হলো ও যুগান্তর স্বজন সমাবেশ ‘বর্ণমালার দেশে’ নাটক মঞ্চায়ন করেন। নাট্যকার ম. জাহান রচিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, স্বাধীন, দীপ্ত, হোসাইন, বায়জিদ, সামিউল, আরেফিন, বাবুল, নাজিম, মারুফ, শিহাব, লিমন, রামীম, আশা, সুমাইয়া, মাহবুবা ও পলি।

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, দফতর সম্পাদক সাইফুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সহসম্পাদক মুক্তার মাহমুদ, সাহিত্য সম্পাদক সুজিত কুমার রায়, সদস্য আলমগীর হোসেন, তাহাজ্জুত হোসেন তাহা, ফকীর জান্নাত হোসেন, মোহাম্মদ রানা মোল্লা, শাকিল আহমেদ প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : কোম্পানীগঞ্জে সূর্যোদয়ের প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, যুগান্তর স্বজন সমাবেশের স্বজনরা। উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের সভাপতি শওকত আজিম জাবেদ, সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ প্রমুখ।

যুগান্তর স্বজন সমাবেশ বিজয় দিবস উদযাপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম