ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ-সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
তিনজনের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকাতাদির চৌধুরীর বক্তব্য বিকৃতি করে অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে প্রচার করার দায়ে তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন যুবকণ্ঠ টুয়েন্টিফোর ডটকম নামের একটি নিউজ পোর্টালের সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ আমিন, প্রতিবেদক খালিদ সাইয়্যাফ ও মদিনা নিউজ টুয়েন্টিফোর ডটকম নামের আরেকটি পোর্টালের সম্পাদক। মামলা সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় সংসদ-সদস্য মোকতাদির চৌধুরী বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন জাতীয় দিবসে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মনিটরিং ও উদ্বুদ্ধকরণের বিষয়ে আলোচনা হয়। ৯ ফেব্রয়ারি মুফতি নেয়ামত উল্লাহ আমিন সম্পাদিত যুবকণ্ঠ টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালে খালিদ সাইয়্যাফের লেখা ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাংলাদেশে থাকারই অধিকার নেই : ব্রাহ্মণবাড়িয়ার এমপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক পেইজে শেয়ার করে। একইভাবে মদিনা নিউজ টুয়েন্টিফোর ডটকম নামের একটি ফেসবুক পেইজে এই সংবাদটি প্রকাশ করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি ও সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্রের উদ্দেশ্যে সংসদ-সদস্যদের বক্তব্য বিকৃতি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
