অভয়নগরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভয়নগরে তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ মোল্যাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোপাদি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন আজিম মোড়লের বাড়ির সামনে বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুর রশিদ মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধোপাদি গ্রামের মধ্যপাড়ার মৃত রহম আলী মোল্যার ছেলে। আহতের স্ত্রী সেলিনা পারভীন জানান, ধোপাদি গ্রামের হালিমের মাছের ঘেরে বুধবার সকালে একদল চোর মাছ চুরি করছিল। এ সময় তার শিশুপুত্র নাহিদ বিষয়টি দেখে ফেলে এবং চোর চক্রকে চিনতে পেরে চুরির ঘটনাটি সবাইকে জানিয়ে দেবে বলে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা নাহিদকে মারপিট করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে নাহিদ ঘটনাটি সবাইকে জানায়। দুপুরের পর নাহিদের বাবার সঙ্গে বিষয়টি নিয়ে চোর চক্রের সদস্যদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে। আহত আবদুর রশিদ মোল্যা জানান, ধোপাদি গ্রামের মধ্যপাড়ার জাকির মোড়লের ছেলে সবুজ, দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিন, মোজাফ্ফর ফকিরের ছেলে রাকিব হাসান ও মোতালেব ফকিরের ছেলে ময়মেনসহ অজ্ঞাত ১০-১৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়।
