অনিয়মের অভিযোগ
গলাচিপায় মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া স্থগিত
গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গলাচিপায় কল্যাণকলস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আ. জলিলের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে এ অভিযোগ করেছেন পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ফখরউদ্দীন খান। অভিযোগে বলা হয়েছে, অধ্যক্ষ পরিচালনা কমিটির সঙ্গে আনুষ্ঠানিক সভা না করে অফিস সহকারী, লাইব্রেরিয়ান ও আয়া পদে নিয়োগ প্রদান করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন। এছাড়াও তিনি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণের পাঁয়তারা করছেন। যদিও মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অলি আহম্মেদ খান বলেন, পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার কৌশল হিসাবে নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য ওই সদস্য এই অভিযোগ তুলছেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি, বিধি মোতাবেক সভা করেই নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে। এদিকে, অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
