Logo
Logo
×

বাংলার মুখ

শরীয়তপুরে যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরে যুবলীগ নেতা হত্যাকারীদের বৃহস্পতিবার দুপুরে যুবলীগের উদ্যোগে বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি দেওয়া হয়।

জানা যায়, ১৫ এপ্রিল শরীয়তপুর জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি দাদন খলিফাকে (৩৬) কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে তারা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। এ ঘটনায় নিহত দাদন খলিফার বাবা সেকান্দার খলিফা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সম্পাদক অনল কুমার দে, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সম্পাদক নুহুন মাদবর, জেল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আ. ছালাম, সম্পাদক হোসেন সরদার, আংগারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম