Logo
Logo
×

বাংলার মুখ

দোয়ারাবাজারে নারীকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দোয়ারাবাজারে নারীকে ধর্ষণের অভিযোগে মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। এর আগে গত ১২ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ তার স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এদিকে গত বছরের ৯ আগস্ট চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন ওই নারী। ওই মামলায় শহরের পৌর এলাকা থেকে আজিজকে গ্রেফতার করে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম