Logo
Logo
×

বাংলার মুখ

কাঁঠালিয়ায় বেশি মূল্যে স্যালাইন বিক্রিতে জরিমানা

বরিশালে ৩ প্রতিষ্ঠানে অর্থদণ্ড

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানে অর্থদণ্ড দিয়েছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দিনভর বরিশাল জেলার মুলাদী থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা ও মোড়ক ব্যবহার না করার দায়ে আঁখি ফুড প্রোডাক্টস, সততা স্টোর ও সততা বেকারীকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা।

এদিকে ঝালকাঠির কাঠালিয়ায় ৯০টাকার স্যালাইন ৩শ টাকা বিক্রি করার দায়ে আমুয়া বন্দরের প্রতীম মেডিকেল হলের মালিক মো. জিয়া তালুকদারকে ৪ হাজার টাকা জমিমানা করা হয়। ইউএনও সুফল চন্দ্র গোলদার বুধবার রাতে ওই জরিমানা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম