কাঁঠালিয়ায় বেশি মূল্যে স্যালাইন বিক্রিতে জরিমানা
বরিশালে ৩ প্রতিষ্ঠানে অর্থদণ্ড
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানে অর্থদণ্ড দিয়েছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দিনভর বরিশাল জেলার মুলাদী থানা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা ও মোড়ক ব্যবহার না করার দায়ে আঁখি ফুড প্রোডাক্টস, সততা স্টোর ও সততা বেকারীকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা।
এদিকে ঝালকাঠির কাঠালিয়ায় ৯০টাকার স্যালাইন ৩শ টাকা বিক্রি করার দায়ে আমুয়া বন্দরের প্রতীম মেডিকেল হলের মালিক মো. জিয়া তালুকদারকে ৪ হাজার টাকা জমিমানা করা হয়। ইউএনও সুফল চন্দ্র গোলদার বুধবার রাতে ওই জরিমানা করেন।
