Logo
Logo
×

বাংলার মুখ

নান্দাইলে পাকা ধান কেটে জমি দখলের অভিযোগ

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নান্দাইল উপজেলার সুনামখালী গ্রামের খলিলুর রহমান নামে এক নিরীহ কৃষকের পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। ক্ষেতের পাশেই মাটি ভরাট করে সেখানে তাৎক্ষণিক ঘর উঠিয়ে খলিলুর রহমানের জায়গা দখল করে নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে রোববার একই গ্রামের আলতাব হোসেন, মজিবুর রহমানসহ কয়েকজন কৃষক খলিলুর রহমানের ক্ষেতের পাকা ধান কেটে নিয়ে যায়। এ ছাড়া আলতাব হোসেন গংরা তাৎক্ষণিকভাবে ওই কৃষকের ধান ক্ষেত থেকে মাটি কেটে ক্ষেতের পাশেই কৃষকের পৈতৃক সম্পত্তিতে একটি টিনের চালাঘর নির্মাণ করে জায়গা দখল করে নেয়। নিরীহ কৃষকের বৃদ্ধ বাবা আব্দুর রাশিদ ও তার বড় ছেলে আজিজুর রহমান জানান, উল্লিখিত ব্যক্তি আ. কদ্দুছ গ্রাম পুলিশ হওয়ায় আমাদেরকে ভয় দেখিয়ে জোরপূর্বক ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কৃষক খলিলুর রহমান তার হাত থেকে রেহাই পেতে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম