কোম্পানীগঞ্জে হাসনা মওদুদের আগমনে বিএনপির শোডাউন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী বেগম হাসনা জসিমউদদীন মওদুদ কোম্পানীগঞ্জে আগমন উপলক্ষ্যে বিএনপি বসুরহাট বাজারে শোডাউন করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেগম হাসনা জসিমউদদীন মওদুদ বসুরহাট পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ব্যারিস্টার মওদুদের গ্রামের বাড়ি মানিকপুরে নিয়ে যান। এ সময় বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। বিকালে তিনি তার বাসভবনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
