গৌরীপুরে অধ্যাপক যতীন সরকারের জন্মোৎসব পালন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষাবিদ-গবেষক-সাহিত্যিক-প্রাবন্ধিক লেখক অধ্যাপক যতীন সরকারের ৮৬তম জন্মদিন উপলক্ষ্যে গৌরীপুরে বুধবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীম খানম মীনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক ও গৌরীপুর ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের লেখক রণজিৎ কর।
বিশেষ অতিথির বক্তব্য দেন কবি আওলাদ হোসেন জসিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সত্যেন দাস, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, শফিকুল ইসলাম অপু, স্বজন আশিকুর রহমান রাজিব, সোহাগ মিয়া প্রমুখ।
