খাগড়াছড়ির বুনো ঝরনা
সমির মল্লিক, খাগড়াছড়ি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের পর্যটকদের অন্যতম গন্তব্য এখন খাগড়াছড়ি। চেনা পর্যটন কেন্দ্রের বাইরেও রয়েছে মুগ্ধ করার মতো অনেক পর্যটন কেন্দ্র। খাগড়াছড়িতে পর্যটনের সম্ভাবনাময় দুই ঝরনা তৈদুছড়া ও হরিনা মারা। পাহাড় থেকে বয়ে আসা এই ঝরনা পর্যটকদের কাছে আকর্ষণীয়। জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে এই দুই ঝরনা। তবে অবকাঠামোগত উন্নয়ন ও বিশেষ সড়ক যোগাযোগ না থাকায় এসব পাহাড়ি ঝরনা অনেকটাই আড়ালেই রয়ে যাচ্ছে। পর্যটন সংশ্লিষ্টরা জানান, খাগড়াছড়িতে ঝরনা কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
খাগড়াছড়ি জেলা সদর থেকে ১৪ কিমি. দূরে দীঘিনালার সীমানা পাড়া। এই পাড়া থেকে হেঁটে দুই ঘণ্টায় তৈদুছড়ায় পৌঁছানো যায়। ঝরনার পথে যেতে যেতে যে কোনো পর্যটক শরতের নীল আকাশ ও সবুজ পাহাড়ে জুম ক্ষেত দেখে মুগ্ধ হবেন। প্রায় দেড়শ ফুট উচ্চতার তৈদুছড়া ঝরনায় সারা বছরই কম বেশি পানি থাকে। তবে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে স্বচ্ছ জলের ধারা নেমে আসে পাহাড় থেকে। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য গণেশ ত্রিপুরা জানান, ‘দীঘিনালার মেরু ইউনিয়নের অন্তত ৬ থেকে ৭টি ঝরনা রয়েছে। এর মধ্যে সবেচেয়ে সুন্দর তৈদুছড়া। এখানে পাশাপাশি দুটো ঝরনা রয়েছে। সরাসরি সড়ক যোগাযোগ (গ্রামীণ রাস্তা) থাকলে সব বয়সী পর্যটক ভ্রমণের সুযোগ পেত’।
