মুক্তাগাছায় পুলিশ নিয়োগে প্রতারণা গ্রেফতার ৩
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশে চাকরি দেওয়ার নামে নিয়োগ পরীক্ষার ভুয়া প্রবেশপত্র তৈরি করা, সুপারিশ করা ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ।
গ্রেফতাররা হলেন- মুক্তাগাছা উপজেলার রহিমবাড়ি গ্রামের মারুফ মিয়া, জামালপুর জেলার মেলান্দহ থানার ছাবিল্লাহপুর গ্রামের ছামিউল আলম, জেলার ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের জালাল উদ্দিন (৭৫)।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ডিবির সেকেন্ড অফিসার মো. আনোয়ার হোসেন। এর আগে সোমবার মুক্তাগাছা, ফুলপুর ও জামালপুর থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. মারুফ মিয়া কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অনলাইনে আবেদন করেন। প্রাথমিক আবেদনেই তিনি বাতিল হয়ে যান। পরে মারুফ মিয়া চাকরি প্রার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কম্পিউটারে সাহায্যে ভুয়া প্রবেশপত্র তৈরি করেন।
সেই ভুয়া প্রবেশপত্র নিয়ে তিনি জেলা পুলিশ লাইন্সে হাজির হন। সেখানে মারুফ মিয়ার প্রবেশপত্র ভুয়া বলে নিশ্চিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ মিয়া মুক্তাগাছায় কম্পিউটারের দোকানে ভুয়া প্রবেশপত্রটি তৈরির কথা স্বীকার করেছেন। পরে রাতেই ওই কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে কম্পিউটার জব্দ করা হয়। তবে কাউকে পাওয়া যায়নি।
