বিএনপির কাজই হচ্ছে সরকারের কাজ প্রশ্নবিদ্ধ করা: এনামুল হক শামীম
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ শেষে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপি এখন আর রাজনীতিতে নেই, তাদের কাজই হচ্ছে বসে বসে সরকারের উন্নয়ন কাজ নিয়ে মিথ্যাচার করা, বিভ্রান্তি সৃষ্টি করে আলোচিত কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করা। তারা যতই ষড়যন্ত্র করুক, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই। বৃহস্পতিবার উপমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে তিন হাজার কম্বল বিতরণ করা হয়।
তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি এখন হতাশায় ভুগছে। তারা জেনে গেছে জনগণের ভোটে শেখ হাসিনা সরকার আবারো নির্বাচিত হবে। কোনো অপশক্তিই তা থামিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সবাই বুঝে গেছে, এদেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন, আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল হাসেম পাইক, মেজর জেনারেল আমিনুল হক স্বপন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ।
