গফরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

 গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গফরগাঁও উপজেলার গুয়ারপাড় গ্রামে রোকসানা আক্তার সাদিয়াকে (১৮) যৌতুকের জন্য শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাসেল মিয়া পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের গুয়ারপাড় গ্রামের কেরামত আলীর ছেলে রাসেল মিয়ার সঙ্গে মাখল গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে রোকসানা আক্তার সাদিয়ার বিয়ে হয় প্রায় চার বছর আগে। বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে নগদ টাকা ও ফার্নিচারসহ প্রায় ১০ লাখ টাকা যৌতুক নেয় রাসেল মিয়া। রোকসানা আক্তার সাদিয়া দুই সন্তানের জননী। নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আরও ১০ লাখ টাকা যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তার স্বামী রাসেল মিয়া। যৌতুকের দাবিকৃত টাকা না দেওয়ার কারণে শুক্রবার ভোরে সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর রাসেল মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন