সততার প্রতীক যুগান্তর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনা করা হয়েছে। এ সময় বক্তারা বলেন সাহসী মানুষ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাত ধরে যুগান্তরের প্রতিষ্ঠা হয়েছিল। তার দেখানো পথেই সাহসের সঙ্গে এগিয়ে চলছে যুগান্তর। যুগান্তর কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। সমাজের নিপীড়িত মানুষের পক্ষে কথা বলায় যুগান্তর পাঠকপ্রিয় হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান-
বিরামপুর (দিনাজপুর) : সভায় সভাপতিত্ব করেন বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ নূরুল ইসলাম। যুগান্তর প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আক্কাস আলী, ইউএনও পরিমল কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান।
হাকিমপুর (দিনাজপুর) : যুগান্তর প্রতিনিধি আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, ওসি খাইরুল বাশার শামীম, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির।
ডামুড্যা (শরীয়তপুর) : প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল। বিশেষ অতিথি ছিলেন ড. মাহবুবুর রহমান।
বেলাব (নরসিংদী) : কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন, যুগান্তর প্রতিনিধি আমজাদ হোসেন, ওসি শাফায়েত হোসেন পলাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান প্রমুখ ।
ঘাটাইল (টাঙ্গাইল) : যুগান্তর প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে ও স্বজন সমাবেশের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ-সদস্য আমানুর রহমান খান রানা। উপস্থিত ছিলেন ইউএনও মো. সোহাগ হোসেন, লেখক গবেষক জুলফিকার হায়দার, অধ্যক্ষ শামছুল আলম মনি।
শিবচর (মাদারীপুর) : যুগান্তর প্রতিনিধি একেএম নাসিরুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী ও শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদ্যুৎ কুমার সরকার।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপনকে নিয়ে জন্মদিনের কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রেস ক্লাব সভপতি লিটন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
ফুলপুর (ময়মনসিংহ) : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল। উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি নাজিম উদ্দিন, সাংবাদিক বিল্লাল হোসাইন, কারি সুলতান আহম্মাদ, শাহ্ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, আবু রায়হান, নজরুল ইসলাম ফকির।
