নির্বাচন-পরবর্তী সহিংসতা
রাঙ্গুনিয়ার প্রবাসী হত্যায় প্রধান আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি আজগর আলীকে রোববার চট্টগ্রামে আটক করেছে র্যাব। তিনি ওই ইউনিয়নের বগাবিলী এলাকার নবীর হোসেনের ছেলে। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক মাহবুব মিলকী বলেন, আজগরের বিরুদ্ধে হত্যা ছাড়াও একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, নিহত প্রবাসী ইউসুফ আলী রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তৈয়বের ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রানীরহাট থেকে রাজানগরের বগাবিলী গ্রামে যাওয়ার পথে ইউসুফের ওপর হামলা চালানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার পরাজিত প্রার্থী আজগর আলীসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।
