মতলব উত্তরে প্রেমিক যুগলের আত্মহত্যা
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরে মতলব উত্তরে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে নিলয় (১৬) ও ফাহিমা (১২) বিষপানে আত্মহত্যা করে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই-বোন। নিলয় কলসভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে এবং ফাহিমা (১২) কাশিমনগর গ্রামের মোহনের মেয়ে।
স্থানীয়রা জানান, নিলয়ের বাবা মারা যাওয়ায় মায়ের সঙ্গে সে মামা বাড়িতে থাকত। পরে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। তবে নিলয় মামা বাড়িতে থেকে যায়। এক পর্যায়ে মামাতো বোন ফাহিমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্য দিকে ফাহিমার মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়ে যায়। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎ মায়ের সংসারে বড় হয় ফাহিমা।
