বীর মুক্তিযোদ্ধাদের অপমান
পীরগঞ্জের সেই ইউএনওর বিরুদ্ধে আবারও তদন্ত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করার অভিযোগে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে আবারও তদন্ত অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া রোববার ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার লিখিত বক্তব্য নেন এবং পরিবারের বক্তব্য শোনেন। এ সময় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীন, কফিল উদ্দীন ও সলেমান ঘটনার স্বপক্ষে লিখিত বক্তব্য প্রদান করেন। মামুন ভূঁইয়া বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তদন্তে করছেন। এর আগে ১২ জানুয়ারি এ বিষয়ে তদন্ত করা হয়। সেদিন অভিযোগকারী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলীর লিখিত বক্তব্য নেওয়া হয়। এবার ভুক্তভোগীদের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী, বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীন, কফিল উদ্দীন ও সলেমানসহ আরও কয়েকজন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক এবং ইউএনও রেজাউল করিমের কাছে উপহারের পাঞ্জাবি চাইতে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, তিনি কাউকে অপমান করেননি।
