আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসকদের কক্ষ সংকট
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগৈলঝাড়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কক্ষ ও কক্ষের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংকট রয়েছে। এতে সেবা ব্যাহত হচ্ছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। জানা গেছে, উপজেলা হাসপাতালে ২৬ জন চিকিৎসকের বিপরীতে ১৯ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। যার মধ্যে সম্প্রতি একসঙ্গে ১১ জন চিকিৎসক যোগদান করেছেন। হাসপাতালের ৭টি কক্ষে ১৪ জন চিকিৎসক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিটি কক্ষেই দুজন তিনজন করে বসে রোগী দেখছেন। সরজমিনে দেখা যায়, চিকিৎসকদের ব্যক্তিগত কক্ষ সংকটে এক রুমে দুজন এবং কোনো কোনো রুমে টেবিল-চেয়ার ঠাসাঠাসি করে তিনজন চিকিৎসকও রোগীদের সেবা দিচ্ছেন। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি রোগীদের গোপনীয়তাও রক্ষা করা সম্ভব হচ্ছে না। রোগী দেখার বিষয়ে নতুন চিকিৎসক ডা. ফারহানা ইসলাম বলেন, এখানে পর্যাপ্ত কক্ষ নেই। যার কারণে আমরা তিনজন একরুমে বসে চিকিৎসা দিই। অনেক সময় রোগীরা ব্যক্তিগত কিছু বিষয় আমাদের শেয়ার করেন। কিন্তু পাশাপাশি ডাক্তার আর রোগী থাকায় কোনো গোপনীয়তা থাকে না। এতে রোগীরা বেশ ভোগান্তিতে পড়েন। বিশেষত, মেয়েরা এই সমস্যাটাতে বেশি ভোগে। তারা হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু পাশের পুরুষ ডাক্তার বা পাশের ডাক্তারের রোগী থাকে, তখন আর কিছু করার থাকে না। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, সমস্যাগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
