Logo
Logo
×

বাংলার মুখ

জমি নিয়ে দ্বন্দ্ব

তেঁতুলিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, গ্রেফতার ১

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আইয়ুব আলী (৬২) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগর বাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সালে খা’র ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া পরে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪ মে বিকেলে দগর বাড়ি গ্রামে আইয়ুব আলীর পরিবারের উপর প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ১০ জন গুরুতর আহন হন। এ ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ ২৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়। মামলার ১ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। আয়ুব আলীর মৃত্যুর পর ওই দিন রাতেই তেঁতুলিয়া থানা পুলিশ মামলার ৬নং আসামি মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় কয়েকটি ধারালো ছুরি, বল্লমসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। পুলিশের ধারণা এসব অস্ত্র দিয়েই হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। ওসি আবু ছায়েম মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম