Logo
Logo
×

বাংলার মুখ

নওগাঁয় বিয়ের নামে প্রতারণা কাজিসহ বর কারাগারে

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভুয়া কাবিননামা দেখিয়ে স্ত্রী বলে দাবি করে তরুণীকে উঠিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এক তরুণীর দায়ের করা মামলায় কাজিসহ কথিত বরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির হয়ে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ইমতিয়াজুল ইসলাম।

আসামিরা হলেন, নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাজি রফিকুল ইসলাম ও নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের বাসিন্দা মাহমুদুননবী বেলাল।

ভুক্তভোগী ওই তরুণীর বাবা বলেন, তার মেয়ের নামে প্রায় দুই কোটি টাকার সম্পত্তি রয়েছে। বেলাল এটা জানতে পেরে ওই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ভুয়া কাবিননামা ও হলফনামা দেখিয়ে তার মেয়েকে তার স্ত্রী বলে দাবি করছেন। টাকার লোভে বিয়ে রেজিস্ট্রির কাজীসহ অন্যরা তাকে সহযোগিতা করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম